১ শমূয়েল 17:18 - কিতাবুল মোকাদ্দস18 আর এই দশ তাল পনীর তাদের সহস্র্রপতির কাছে নিয়ে গিয়ে তোমার ভাইয়েরা কেমন আছে, দেখে এসো, তাদের থেকে কোন চিহ্ন নিয়ে এসো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 এই দশ তাল পনীরও তাদের সহস্র-সেনাপতির কাছে নিয়ে যাও। দেখে এসো তোমার দাদারা কেমন আছে এবং তাদের কাছ থেকে কিছু প্রতিশ্রুতি নিয়ে এসো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আর এই দশ তাল পনীর তাদের একহাজারী সেনানায়কের জন্য নিয়ে যাও। তোমার ভাইয়েরা কেমন আছে দেখে এস আর তাদের কাছ থেকে কোন একটি নিদর্শন নিয়ে এস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর এই দশ তাল পনীর তাহাদের সহস্রপতির নিকটে লইয়া যাও; এবং তোমার ভ্রাতারা কেমন আছে, দেখিয়া আইস, তাহাদের হইতে কোন চিহ্ন আনিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তাছাড়া দশ টুকরো পনিরও নিয়ে যেও। তোমাদের দাদারা যার অধীনে যুদ্ধ করছে সেই সেনাপতিকে এটা দেবে। সে 1000 জন সৈন্যের সেনাপতি। তোমার ভাইদের কুশল সংবাদ নাও। ওরা যে ভাল আছে সে রকম কিছু চিহ্ন নিয়ে এসো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর এই দশ তাল পনীর তাদের হাজারপতিদের জন্য নিয়ে যাও এবং তোমার ভাইয়েরা কেমন আছে তা দেখে এস, আর তাদের কাছ থেকে কোনো একটা চিহ্ন নিয়ে এস। অধ্যায় দেখুন |