১ শমূয়েল 15:35 - কিতাবুল মোকাদ্দস35 আর মরণ দিন পর্যন্ত শামুয়েল তালুতের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না। শামুয়েল তালুতের জন্য শোক করতেন। আর মাবুদ ইসরাইলের উপরে তালুতকে বাদশাহ্ করেছেন বলে অনুশোচনা করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 আমৃত্যু শমূয়েল আর শৌলের সঙ্গে দেখা করতে যাননি, যদিও শমূয়েল তাঁর জন্য অবশ্য কান্নাকাটি করতেন। শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে সদাপ্রভুর আক্ষেপ হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 শমুয়েল তাঁর মৃত্যু পর্যন্ত শৌলের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না, কিন্তু শৌলের জন্য তাঁর গভীর দুঃখ ছিল। শৌলকে ইসরায়েলের রাজা করেছিলেন বলে প্রভু পরমেশ্বরও দুঃখিত ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর মরণ দিন পর্য্যন্ত শমূয়েল শৌলের সহিত আর সাক্ষাৎ করিলেন না। শমূয়েল শৌলের জন্য শোক করিতেন। আর সদাপ্রভু ইস্রায়েলের উপরে শৌলকে রাজা করিয়াছেন বলিয়া অনুশোচনা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 এরপর শমূয়েল তার জীবনে আর কখনও শৌলকে দেখতে পায় নি। সে শৌলের জন্যে খুব দুঃখ বোধ করল। এমনকি প্রভুও শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে খুব দুঃখ পেয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শৌলের সঙ্গে আর দেখা করলেন না। শমূয়েল শৌলের জন্য দুঃখ করতেন। আর সদাপ্রভু ইস্রায়েলীয়দের উপর শৌলকে রাজা করেছিলেন বলে অনুশোচনা করলেন। অধ্যায় দেখুন |