১ শমূয়েল 13:16 - কিতাবুল মোকাদ্দস16 তালুত, তাঁর পুত্র যোনাথন ও তাঁদের কাছে উপস্থিত লোকেরা বিন্ইয়ামীনের গেবাতে থাকলেন এবং ফিলিস্তিনীরা মিক্মসে শিবির স্থাপন করে রইলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং তাঁদের সঙ্গে থাকা লোকজন বিন্যামীন প্রদেশের গিবিয়াতে ছিলেন, অন্যদিকে ফিলিস্তিনীরা মিক্মসে শিবির স্থাপন করেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 শৌল, তাঁর পুত্র যোনাথন এবং তাঁর সঙ্গী লোকজন বিন্যামীনপ্রদেশের গেবাতে রইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 শৌল, তাঁহার পুত্র যোনাথন ও তাঁহাদের নিকটে বর্ত্তমান লোকেরা বিন্যামীনের গেবাতে থাকিলেন, এবং পলেষ্টীয়েরা মিক্মসে শিবির স্থাপন করিয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 শৌল, তাঁর পুত্র যোনাথন এবং সৈন্যরা বিন্যামীনের গিবিয়াতে গেল। পলেষ্টীয়রা মিকমশে তাঁবু গেড়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 শৌল তাঁর ছেলে যোনাথন ও তাদের কাছের বর্তমান লোকেরা বিন্যামীনের গেবাতে থাকলেন এবং পলেষ্টীয়েরা মিকমসে শিবির তৈরী করে থাকলো৷ অধ্যায় দেখুন |