Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 1:14 - কিতাবুল মোকাদ্দস

14 তাই আলী তাঁকে বললেন, তুমি কতক্ষণ মাতাল হয়ে থাকবে? তোমার আঙ্গুর-রস তোমা থেকে দূর কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 তিনি তাঁকে বললেন, “আর কত কাল তুমি মদ্যপ অবস্থায় থাকবে? মদ্যপান করা বন্ধ করো।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তাই এলি ভাবলেন তিনি সুরায় মত্ত হয়েছেন। তিনি তাঁকে বললেন, তুমি আর কতক্ষণ নেশার ঘোরে থাকবে? এবার সুরার প্রভাব মুক্ত হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তাই এলি তাঁহাকে কহিলেন, তুমি কতক্ষণ মত্ত হইয়া থাকিবে? তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তাই এলি হান্নাকে বলল, “তুমি খুব বেশী পান করেছ! এখন দ্রাক্ষারস সরিয়ে রাখার সময় হয়েছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তাই এলি তাঁকে বললেন, “তুমি কতক্ষণ মাতাল হয়ে থাকবে? আঙ্গুর রস তোমার থেকে দূর কর।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 1:14
12 ক্রস রেফারেন্স  

সব রকম তিক্ততা, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সব রকম হিংসা তোমাদের থেকে দূর হোক।


অতএব তোমরা মিথ্যা ত্যাগ কর এবং প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো; কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।


হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন নিদ্রা থেকে উঠবে?


মুখের কুটিলতা নিজের কাছ থেকে দূর কর, ওষ্ঠাধরের বক্রতা নিজের কাছ থেকে সরিয়ে দাও।


তোমরা কতকাল এক জন মানুষকে আক্রমণ করবে, সকলে তাকে জবেহ্‌ করবে, হেলে পড়া দেয়াল ও ভাঙ্গা বেড়ার মত?


সর্বশক্তিমানের প্রতি ফিরলে তুমি সংগঠিত হবে, তোমার নিবাস থেকে অন্যায় দূর কর।


হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;


তুমি কতক্ষণ এসব বলবে? তোমার মুখের কথা প্রচণ্ড ঝটিকার মত বইবে?


তাতে তাঁরা সকলে পাক-রূহে পরিপূর্ণ হলেন এবং রূহ্‌ তাঁদেরকে যেরকম কথা বলার শক্তি দান করলেন, সেই অনুসারে তাঁরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।


অন্য লোকেরা পরিহাস করে বললো, ওরা মিষ্ট আঙ্গুর-রসে মাতাল হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন