১ রাজাবলি 9:20 - কিতাবুল মোকাদ্দস20 আমোরীয়, হিট্টিয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় যেসব লোক অবশিষ্ট ছিল, যারা বনি-ইসরাইল নয়, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যেও কিছু লোক সেখানে অবশিষ্ট রয়ে গেল। (এইসব লোক ইস্রায়েলী নয়) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20-21 বেগার খাটার জন্য শলোমন যে সমস্ত মজুরদের কাজে লাগিয়েছিলেন, তারা ছিল অমোরী, হিত্তিয়, পরিষী, হিব্বিয় এবং যিবুষী জাতির লোক। এদের বংশধরেরা আজও ক্রীতদাসেরই জীবন যাপন করছে। এরা ছিল কনান দেশের আদিম অধিবাসী। ইসরায়েলীরা কনান অধিকার করার পর এদের আর হত্যা করে নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয়, ও যিবূষীয় যে সকল লোক অবশিষ্ট ছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 দেশে ইস্রায়েলীয় ছাড়াও ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় প্রভৃতি অনেক বাসিন্দা বাস করত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 যারা ইস্রায়েলীয় ছিল না, অর্থাৎ যে সব ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বংশধরেরা তখনও দেশে বেঁচে ছিল, অধ্যায় দেখুন |