Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 8:51 - কিতাবুল মোকাদ্দস

51 কেননা এরা তোমারই লোক ও তোমারই অধিকার; তুমি এদেরকে মিসর থেকে, লোহার হাপরের মধ্য থেকে বের করে এনেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

51 কারণ তারা যে তোমার সেই প্রজা ও উত্তরাধিকার, যাদের তুমি মিশর থেকে, সেই লোহা গলানো চুল্লি থেকে বের করে নিয়ে এসেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

51 কারণ তারা তোমারই প্রজা, তোমার আপনজন। এদের তুমি মিশরের জ্বলন্ত চুল্লি থেকে উদ্ধার করে এনেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

51 কেননা ইহারা তোমারই প্রজা ও তোমারই অধিকার; তুমি ইহাদিগকে মিসর হইতে, লৌহের হাপরের মধ্য হইতে, বাহির করিয়া আনিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

51 মনে রাখবেন, ওরা আপনারই ভক্ত। আপনিই ওদের মিশর থেকে, গরমচুল্লী থেকে বার করার মতো করে বাঁচিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

51 কারণ ইস্রায়েলীয়েরা তো তোমারই লোক, তোমারই সম্পত্তি যাদের তুমি মিশর থেকে উদ্ধার করে এনেছ, লোহা গলানো চুল্লীর ভিতর থেকে বের করে এনেছ।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 8:51
15 ক্রস রেফারেন্স  

মিসর দেশ থেকে, সেই লোহার হাপর থেকে, তোমাদের পূর্বপুরুষদের বের করে আনবার দিনে আমি তাদের তা হুকুম করেছিলাম, বলেছিলাম, ‘তোমরা আমার কথায় মনোযোগ দিয়ো এবং আমি তোমাদের যেসব হুকুম দিই, তা পালন করো, তাতে তোমরা আমার লোক হবে এবং আমি তোমাদের আল্লাহ্‌ হব;


“এরা তোমার গোলাম ও তোমার লোক, যাদেরকে তুমি তোমার মহাপরাক্রমে ও শক্তিশালী হাতে মুক্ত করেছ।


কিন্তু মাবুদ তোমাদের গ্রহণ করেছেন, লোহা গলানো হাফরের মধ্য থেকে, মিসর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছেন, যেন তোমরা তাঁর অধীনস্থ লোক হও, যেমন আজ আছ।


যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!


হে মাবুদ, বিষম ক্রুদ্ধ হয়ো না, চিরকাল অপরাধ মনে রেখো না; ফরিয়াদ করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার লোক।


তবে তুমি বেহেশত থেকে, তোমার বাসস্থান থেকে তাদের মুনাজাত ও ফরিয়াদ শুনো এবং তাদের বিচার নিষ্পত্তি করো; আর তোমার যে লোকেরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছে, তাদেরকে মাফ করো।


কেননা হে সার্বভৌম মাবুদ, যখন তুমি আমাদের পূর্বপুরুষদের মিসর থেকে বের করে এনেছিলে, তখন তোমার গোলাম মূসার মধ্য দিয়ে যেমন বলেছিলে, তেমনি তুমিই তোমার অধিকার বলে তাদেরকে দুনিয়ার সমস্ত জাতি থেকে পৃথক করেছ।


কেননা মাবুদের লোকই তাঁর উত্তরাধিকার; ইয়াকুবই তাঁর উত্তরাধিকার।


তোমার লোকদেরকে নাজাত কর, নিজের অধিকারকে দোয়া কর; তাদেরকে পালন কর, চিরকাল বহন কর।


দেখ, আমি তোমাকে আগুনে খাঁটি করেছি, কিন্তু রূপা বলে নয়; দুঃখরূপ অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে পরীক্ষাসিদ্ধ করেছি।


তখন বখতে-নাসার সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়ে বললেন, হে সর্বশক্তিমান আল্লাহ্‌র গোলাম শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, বের হয়ে এসো। তখন শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন