১ রাজাবলি 8:21 - কিতাবুল মোকাদ্দস21 আর মাবুদ আমাদের পূর্বপুরুষদেরকে মিসর দেশ থেকে বের করার সময়ে তাদের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার আধার যে সিন্দুক, সেই সিন্দুকের জন্য আমি এখানে একটি স্থান নির্ধারণ করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 আমি সেখানে সেই সিন্দুকটির জন্য স্থান করে রেখেছি, যেখানে সদাপ্রভুর সেই নিয়মটি রাখা আছে, যা তিনি মিশর থেকে আমাদের পূর্বপুরুষদের বের করে আনার সময় তাদের সঙ্গে স্থাপন করলেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার সাথে মন্দিরের মধ্যে চুক্তি সিন্দুক রাখার জন্যও একটি স্থান করে দিয়েছি। মিশর থেকে আমাদের পূর্বপুরুষদের উদ্ধার করে আনার সময় প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেই চুক্তি খোদাই করা প্রস্তর ফলক চুক্তি সিন্দুকের মধ্যে আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর সদাপ্রভু আমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিবার সময়ে তাহাদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তাহার আধার যে সিন্দুক, সেই সিন্দুকের জন্য আমি এখানে একটী স্থান প্রস্তুত করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পবিত্র এই সিন্দুকটি রাখার জন্য আমি মন্দিরের ভেতর একটা জায়গা রেখেছি। ঐ পবিত্র সিন্দুকের ভেতরে প্রভুর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের যে চুক্তি হয়, তা রাখা আছে। আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময়, প্রভু তাদের সঙ্গে এই চুক্তি করেছিলেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আমি সেখানে সেই নিয়ম সিন্দুকটি রাখবার জায়গা ঠিক করেছি যার মধ্যে রয়েছে সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা, যা তিনি মিশর থেকে আমাদের পূর্বপুরুষদের বের করে আনবার পর তাঁদের জন্য স্থাপন করেছিলেন।” অধ্যায় দেখুন |