১ রাজাবলি 7:5 - কিতাবুল মোকাদ্দস5 আর সমস্ত দরজা ও চৌকাঠ চারকোনা বিশিষ্ট ও বাতাযুক্ত এবং পরস্পর অনুরূপ জানালার তিন সারি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 সব দরজায় আয়তাকার চৌকাঠ ছিল; সামনের দিকে মুখোমুখি সেগুলি তিন তিনটি করে রাখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ঐ তিন সারির জানালাগুলি পরস্পর মুখোমুখি বসান ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর সমস্ত দ্বার ও চৌকাঠ চতুষ্কোণ ও বাতাযুক্ত, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রত্যেক সারির শেষে দরজা ছিল। দরজাগুলোর মুখ এবং কাঠামো ছিল চার কোণা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সমস্ত দরজা ও থামগুলো ছিল চার কোণা কড়িকাঠের; জানলাগুলো তিন সারিতে মুখোমুখি করে তৈরী করা হয়েছিল। অধ্যায় দেখুন |