১ রাজাবলি 6:34 - কিতাবুল মোকাদ্দস34 আর দেবদারুকাঠের দু’টি দরজা তৈরি করলেন, একটি দরজার দু’টি পাল্লা যেমন কব্জাতে খেলত, অন্য দরজার দু’টি পাল্লাও তেমনি কব্জাতে খেলত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ34 এছাড়াও তিনি চিরহরিৎ গাছের কাঠ দিয়ে দরজার এমন দুটি পাল্লা তৈরি করলেন, যেগুলি কব্জা দিয়ে পাক খাওয়ানো যেত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তাতে দেবদারু কাঠের দুটি কপাট লাগান হল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর দেবদারুকাষ্ঠের দুই কবাট নির্ম্মাণ করিলেন, এক কবাটের দুই বাইল যেমন কব্জাতে খেলিত, অন্য কবাটের দুই বাইলও তদ্রূপ কব্জাতে খেলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34-35 সেই কাঠামোয় দেবদারু কাঠের দুটি দরজা বসানো হয়। এই প্রত্যেকটি দরজা আবার দুভাগে মুড়ে ভাঁজ হতো। এগুলোর ওপরেও একই রকম করূব দূতের ছবি খোদাই করে সোনায় মোড়া ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 এবং দেবদারু কাঠ দিয়ে দরজার দুটি পাল্লা তৈরী করলেন; প্রত্যেকটি পাল্লা কব্জা লাগানো তৈরী করা হল। তাতে পাল্লাগুলো ভাঁজ করা যেত। অধ্যায় দেখুন |