১ রাজাবলি 5:18 - কিতাবুল মোকাদ্দস18 পরে সোলায়মানের রাজমিস্ত্রি ও হীরমের রাজমিস্ত্রিরা এবং গিব্লীয়েরা সেসব মসৃণ করলো; এভাবে তারা গৃহ নির্মাণ করার জন্য কাঠ ও সমস্ত পাথর প্রস্তুত করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 শলোমনের ও হীরমের কারিগররা এবং গিব্লীয় শ্রমিকেরা মন্দির নির্মাণের জন্য কাঠ ও পাথর কেটে সেগুলি তৈরি করে রাখত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শলোমন ও হীরামের রাজমিস্ত্রীরা এবং বিবলস শহরের লোকেরা মন্দির নির্মাণের জন্য কাঠ এবং পাথর কেটে সমস্ত সাজ-সরঞ্জাম তৈরী করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে শলোমনের রাজেরা ও হীরমের রাজেরা, এবং গিব্লীয়েরা সে সকল তক্ষণ করিল; এইরূপে তাহারা গৃহ নির্ম্মাণ করিবার জন্য কাষ্ঠ ও প্রস্তর সকল প্রস্তত করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তারপর শলোমন ও হীরমের মিস্ত্রিরা আর বিব্লসের লোকরা এইসব পাথর খোদাই করত। তারা মন্দিরের জন্য প্রয়োজনীয় তক্তা ও পাথর বানাত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 শলোমন ও হীরমের মিস্ত্রিরা ও গিব্লীয়েরা সেই পাথরগুলো সুন্দর করে কেটে উপাসনা ঘরটি তৈরী করবার জন্য কাঠ ও পাথর তৈরী করল। অধ্যায় দেখুন |