১ রাজাবলি 5:16 - কিতাবুল মোকাদ্দস16 এছাড়া সোলায়মানের কাজের লোকদের উপরে কর্তৃত্বকারী তিন হাজার তিন শত প্রধান কার্যাধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 এছাড়াও শলোমনের 33,000 সর্দার-শ্রমিকও ছিল, যারা প্রকল্পটির তত্ত্বাবধান করত ও শ্রমিকদের পরিচালনা করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কুলি-মজুরদের কাজকর্ম তদারক করার জন্য শলোমন তিন হাজার তিনশো কর্মচারী নিযুক্ত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তদ্ভিন্ন শলোমনের কর্ম্মকারী লোকদের উপরে কর্ত্তৃত্বকারী তিন সহস্র তিন শত প্রধান কার্য্যাধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এদের সকলের তদারকির জন্য নিযুক্ত হয়েছিল আরো 3300 জন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তাদের কাজের দেখাশোনা করবার জন্য তিন হাজার তিনশো কর্মচারী ছিল। অধ্যায় দেখুন |