Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:8 - কিতাবুল মোকাদ্দস

8 তাঁদের নাম এরকম: পর্বতময় আফরাহীম প্রদেশে বিন্‌-হূর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 এই তাদের নাম: ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে বিন-হূর;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এই বারোজনের নাম ও তাঁদের অধীনস্থ প্রদেশগুলির নাম এই: বেনহুর: ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাঁহাদের নাম এই এই; পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে বিন্‌-হূর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এই 12 জন প্রাদেশিক শাসনকর্তার নাম নীচে দেওয়া হল: ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের শাসক ছিলেন বিন্-হূর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্‌ হূর।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:8
5 ক্রস রেফারেন্স  

পরে হারুনের পুত্র ইলিয়াসর ইন্তেকাল করলেন; আর লোকেরা তাঁকে তাঁর পুত্র পীনহসের পাহাড়ে দাফন করলো, পর্বতময় আফরাহীম প্রদেশের সেই পাহাড় তাঁকে দেওয়া হয়েছিল।


সেই সময় ইসরাইলের মধ্যে কোন বাদশাহ্‌ ছিল না। আর পর্বতময় আফরাহীম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় বাস করতো; সে বেথেলহেম-এহুদা থেকে এক জন উপপত্নী গ্রহণ করেছিল।


পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্‌ নামে এক ব্যক্তি ছিল।


আর সমস্ত ইসরাইলে সোলায়মানের নিযুক্ত বারো জন কর্মকর্তা ছিলেন। তাঁরা বাদশাহ্‌ ও রাজপ্রাসাদের জন্য খাদ্যদ্রব্যের আয়োজন করতেন; বছরের মধ্যে এক এক মাসের জন্য আয়োজন করার ভার এক এক জনের উপরে ন্যস্ত ছিল।


তারা মাবুদের কালাম অনুসারে তাঁর প্রার্থিত নগর অর্থাৎ পর্বতময় আফরাহীম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁকে দিল; তাতে তিনি ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন