১ রাজাবলি 18:35 - কিতাবুল মোকাদ্দস35 তখন কোরবানগাহ্র চারদিকে পানি গেল এবং তিনি ঐ প্রণালীও পানিতে পরিপূর্ণ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 বেদি উপচে জল গড়িয়ে পড়েছিল ও এমনকি নালাও ভরিয়ে তুলেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সমস্ত জল গড়িয়ে বেদীর চারিদিকে কাটা নালা কানায় কানায় ভরে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 তখন বেদির চারিদিকে জল গেল, এবং তিনি ঐ প্রণালীও জলে পরিপূর্ণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 এলিয় এরপর তিন বার একাজ করলে, বেদী থেকে জল গড়িয়ে পড়ে ডোবাটা ভরিয়ে দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 তখন বেদির চারদিকে জল গেল এবং নালা জলে ভরতি হয়ে গেল। অধ্যায় দেখুন |