Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 17:2 - কিতাবুল মোকাদ্দস

2 পরে তাঁর কাছে মাবুদের এই কালাম নাজেল হল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 পরে এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তারপর প্রভু পরমেশ্বর তাঁকে প্রত্যাদেশ দিলনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2-3 প্রভু তখন এলিয়কে সে জায়গা ছেড়ে যর্দন নদীর পূর্ব দিকে করীত্‌ খাঁড়ির কাছে লুকিয়ে থাকতে বললেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পরে সদাপ্রভু এলিয়কে বললেন,

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 17:2
9 ক্রস রেফারেন্স  

ইয়ারমিয়ার কাছে মাবুদের কাছ থেকে এই কালাম নাজেল হল,


ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল,


ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল,


কিন্তু সেই রাতে আল্লাহ্‌র এই কালাম নাথনের কাছে উপস্থিত হল,


কিন্তু আল্লাহ্‌র লোক শময়িয়ের কাছে আল্লাহ্‌র এই কালাম নাজেল হল,


আর গিলিয়দ-প্রবাসীদের মধ্যবর্তী তিশ্‌বীয় ইলিয়াস আহাবকে বললেন, আমি যাঁর সাক্ষাতে দণ্ডায়মান, ইসরাইলের আল্লাহ্‌ সেই জীবন্ত মাবুদের কসম, এই কয়েক বছর শিশির কি বৃষ্টি পড়বে না; কেবল আমার কথা অনুসারে পড়বে।


তুমি এই স্থান থেকে প্রস্থান করে পূর্ব দিকে যাও এবং জর্ডানের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে লুকিয়ে থাক।


পরে তাঁর কাছে মাবুদের এই কালাম নাজেল হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন