১ রাজাবলি 16:18 - কিতাবুল মোকাদ্দস18 আর নগর অধিকৃত হল দেখে সিম্রি রাজপ্রাসাদের দুর্গে গিয়ে তাঁর উপরে রাজপ্রাসাদ আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ও নিজেও আগুনে পুড়ে মরলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 সিম্রি যখন দেখেছিলেন যে নগরটি বেদখল হয়ে যাচ্ছে, তখন তিনি রাজপ্রাসাদের দুর্গের ভিতর চলে গিয়ে প্রাসাদে নিজের চারপাশে আগুন ধরিয়ে দিলেন। এইভাবে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সিম্রী দেখলেন নগরের পতন হয়েছে তখন তিনি প্রাসাদের দুর্গে গিয়ে প্রাসাদে আগুন ধরিয়ে দিলেন এবং সেই আগুনে নিজেও পুড়ে মরলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর নগর হস্তগত হইল দেখিয়া সিম্রি রাজবাটীর দুর্গে গিয়া আপনার উপরে রাজবাটীতে আগুন দিয়া পোড়াইয়া দিলেন ও পুড়িয়া মরিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 সিম্রি যখন বুঝতে পারলেন তির্সা শত্রুপক্ষের দখলে চলে গেছে, তখন তিনি রাজপ্রাসাদে নিজেকে বন্ধ করে প্রাসাদে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ফলে শহর অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ও তিনি পুড়ে মারা গেলেন। অধ্যায় দেখুন |