১ রাজাবলি 15:28 - কিতাবুল মোকাদ্দস28 এহুদার বাদশাহ্ আসার তৃতীয় বছরে বাশা নাদবকে খুন করে তাঁর পদে বাদশাহ্ হন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে বাশা নাদবকে হত্যা করলেন ও রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যিহুদীয়ার রাজা আসা-র রাজত্বের তৃতীয় বছরে এই ঘটনা ঘটে। বাশা তাঁকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যিহূদা-রাজ আসার তৃতীয় বৎসরে বাশা নাদবকে বধ করিয়া তাঁহার পদে রাজা হন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 এই শহরেই বাশা নাদবকে হত্যা করেছিলেন। আসার যিহূদার রাজত্বের তৃতীয় বছরে এ ঘটনা ঘটে। এরপর বাশা ইস্রায়েলের নতুন রাজা হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে বাশা নাদবকে মেরে ফেলে তাঁর জায়গায় রাজা হলেন। অধ্যায় দেখুন |