১ রাজাবলি 13:34 - কিতাবুল মোকাদ্দস34 আর এই ব্যাপারটি ইয়ারাবিমের কুলের পক্ষে গুনাহ্স্বরূপ হল, যেন তা উচ্ছিন্ন হয় ও দুনিয়ার বুক থেকে মুছে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ34 এটি মহাপাপরূপে গণ্য হল এবং যারবিয়াম কুলের পতনের ও পৃথিবীর বুক থেকে সেটি লুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তাঁর এই পাপে তাঁর বংশ সমূলে ধ্বংস হয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর এই ব্যাপার যারবিয়ামের কুলের পক্ষে পাপস্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ও ভূতল হইতে লুপ্ত হইয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 এই পাপের ফলেই তার সাম্রাজ্যের পতন হয় এবং তা ধ্বংসস্তূপে পরিণত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 এই সব কাজ যারবিয়ামের বংশের পক্ষে পাপ হয়ে দাঁড়াল যেন তারা ধ্বংস হয় ও পৃথিবী থেকে মুছে যায়। অধ্যায় দেখুন |