১ যোহন 3:18 - কিতাবুল মোকাদ্দস18 সন্তানেরা, এসো, আমরা কথায় কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কাজে ও সত্যে মহব্বত করি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 স্নেহাস্পদেরা, শুধু মুখের কথায় ও ভাষণে নয় কিন্তু আমাদের কর্মে সেই প্রকৃত প্রেমের প্রকাশ ঘটুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্বা জিহ্বাতে নয়, কিন্তু কার্য্যে ও সত্যে প্রেম করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 স্নেহের সন্তানরা, কেবল মুখে ভালবাসা না দেখিয়ে, এসো, আমরা কাজের মধ্য দিয়ে তাদের সত্যিকারের ভালবাসি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমার প্রিয় সন্তানেরা, আমরা যেন শুধু কথায় অথবা জিভে নয় কিন্তু কাজে এবং সত্যিকারে ভালবাসি। অধ্যায় দেখুন |