১ যোহন 2:4 - কিতাবুল মোকাদ্দস4 যে ব্যক্তি বলে, আমি তাঁকে জানি, তবুও তাঁর হুকুমগুলো পালন করে না, সে মিথ্যাবাদী এবং তাঁর অন্তরে সত্য নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 যে ব্যক্তি বলে, “আমি তাঁকে জানি,” কিন্তু তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাচারী, তার অন্তরে সত্য নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যে বলে, ‘আমি তাঁকে জানি’ অথচ তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে সত্যের কোন স্থান নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যে ব্যক্তি বলে, আমি তাঁহাকে জানি, তথাপি তাঁহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কেউ যদি বলে যে, “আমি ঈশ্বরকে জানি,” অথচ ঈশ্বরের আদেশ পালন না করে তবে সে মিথ্যাবাদী, আর তাঁর সত্য তার অন্তরে নেই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যে কেউ বলে আমি ঈশ্বরকে জানি কিন্তু তাঁর আদেশগুলি মেনে চলে না, সে মিথ্যাবাদী এবং তার মধ্যে সত্য নেই। অধ্যায় দেখুন |