Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:29 - কিতাবুল মোকাদ্দস

29 আর তাদের কতগুলো লোক সমস্ত পাত্র, পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং সুজি, আঙ্গুর-রস, তেল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 অন্য কয়েকজনকে আসবাবপত্রাদি ও পবিত্রস্থানের অন্যান্য সব জিনিসপত্র, তথা বিশেষ বিশেষ ময়দা ও দ্রাক্ষারস, এবং জলপাই তেল, ধূপধুনো ও মশলাপাতির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 কিছু লোককে নিযুক্ত করা হয়েছিল মন্দিরের পবিত্র আসবাবপত্র তত্ত্বাবধান ও সুজি, সুরা, জলপাই তেল, সুগন্ধি ধূপ ও মশলার ভাণ্ডারের দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 আর তাহাদের কতক লোক পাত্র সকল, পবিত্র স্থানের সমস্ত পাত্র, এবং সূজী, দ্রাক্ষারস, তৈল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 কিছু দ্বার রক্ষী আসবাবপত্র, বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত থালা ছাড়াও ময়দা, দ্রাক্ষারস, তেল, ধুপধূনো ও বিশেষ তেলের দেখাশোনা করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 অন্যদের উপর ছিল উপাসনা ঘরের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুরের রস, তেল, কুন্দুরু ও সব সুগন্ধি মশলা দেখাশোনা করবার ভার।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:29
5 ক্রস রেফারেন্স  

এবং দর্শন-রুটি ও শস্য-উৎসর্গ, খামিহীন পিঠা এবং ভাজবার পাত্রে ভাজা দ্রব্য ও রান্না করা দ্রব্য, এই সমস্ত কিছুর জন্য ময়দা এবং সকল পরিমাণ ও ওজন করা,


আর তুমি বনি-ইসরাইলদেরকে এই হুকুম করবে, যেন তারা আলোর জন্য ছেঁচা জলপাইয়ের তেল তোমার কাছে আনে, যাতে নিয়মিতভাবে প্রদীপ জ্বালানো থাকে।


আর তাদের কতগুলো লোক সেবাকর্মের সমস্ত পাত্র রক্ষার কাজে নিযুক্ত ছিল, আর সেসব সংখ্যা অনুসারে ভিতরে নিয়ে যাওয়া ও সংখ্যা অনুসারে বাইরে আনা হত।


আর বাদশাহ্‌ ইমামদের ও লেবীয়দেরকে ভাণ্ডার প্রভৃতি যে কোন বিষয়ে যে হুকুম দিতেন, তার অন্যথা তারা করতো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন