Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 8:12 - কিতাবুল মোকাদ্দস

12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগরগুলোর পত্তনকারী শেমদ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 ইল্পালের ছেলেরা: এবর, মিশিয়ম, শেমদ (যিনি চারপাশের গ্রাম সমেত ওনো ও লোদ নগর দুটি গেঁথে তুলেছিলেন),

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এলপালের তিন পুত্র: এবর, মিশিয়ম ও শেমদ। ওনো ও লোদ জনপদ এবং তার সন্নিহিত সমস্ত গ্রামগুলির পত্তন করেছিলেন শেমদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12-13 ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় আর শেমা। শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন। বরীয় আর শেমা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে যেতে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 8:12
8 ক্রস রেফারেন্স  

লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করতো।


লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।


তখন সন্‌বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলে পাঠাল, এসো, আমরা কোন উপত্যকার কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তারা আমার ক্ষতি করতে মনস্থ করেছিল।


লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।


আর পিতর সকল স্থানে ভ্রমণ করতে করতে লুদ্দা-নিবাসী পবিত্র লোকদের কাছেও গেলেন।


তাতে সে তৎক্ষণাৎ উঠলো। তখন লুদ্দা ও শারোণ-নিবাসী সমস্ত লোক তাকে দেখতে পেল এবং তারা প্রভুর প্রতি ফিরল।


আর হূশীমের গর্ভজাত তাঁর পুত্র অহীটূব ও ইল্পাল।


এবং বরীয় ও শেমা; এঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর এঁরা গাৎ-নিবাসীদেরকে দূর করে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন