Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:3 - কিতাবুল মোকাদ্দস

3 উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান মিকাইল; ওবদিয়, যোয়েল ও যিশিয়— এই পাঁচ জন। এঁরা সকলে প্রধান লোক ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 উষির ছেলে: যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা: মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এই পাঁচজনই প্রধান ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 উষির একটি পুত্র: যিষ্‌রাহিয়। যিষ্‌রাহিয়র চার পুত্র মিখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এঁরা সকলেই ছিলেন তাঁদের পরিবারের কর্তা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান—মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়, পাঁচ জন; ইহাঁরা সকলে প্রধান লোক ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 উষির পুত্রের নাম ছিল যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের পুত্ররা ছিল: মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এঁরা পাঁচজনই ছিলেন তাঁদের পরিবারের নেতা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 উষির ছেলের নাম যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা হল মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। যিষ্রাহিয় মোট পাঁচজন, এরা সবাই প্রধান লোক ছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:3
4 ক্রস রেফারেন্স  

এসব লোক তাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, ইয়ারমিয়া, হোদবিয় ও যহদীয়েল, এসব বলবান বীর ও বিখ্যাত লোক নিজ নিজ পিতৃকুলের প্রধান ছিলেন।


এঁদের সমকালে স্ব স্ব পিতৃকুল অনুসারে এঁদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত কতগুলো সৈন্যদল ছিল, তাদের জনসংখ্যা ছত্রিশ হাজার; কারণ তাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।


ইল্কানা, যিশিয়, অসরেল, যোয়েষর ও যাশবিয়াম, এই কারুনীয়রা;


উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্‌ ও দ্বিতীয় যিশিয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন