Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:28 - কিতাবুল মোকাদ্দস

28 এদের অধিকার ও নিবাস্থান বেথেল ও তার সমস্ত উপনগর এবং পূর্ব দিকে নারণ ও পশ্চিম দিকে গেষর ও তার সমস্ত উপনগর; আর শিখিম ও তার সমস্ত উপনগর, গাজা ও তার সমস্ত উপনগর পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 এরা যে এলাকায় বসতি স্থাপন করেছিল, বেথেল ও তার চারপাশের জনপদগুলি ছিল তার অর্ন্তভুক্ত। পূর্বে নারণ এবং পশ্চিমে গেষর ও তার চারদিকের সমস্ত জনপদ তার মধ্যে ছিল। শেখেম ও আইয়া নগর এবং পার্শ্ববর্তী জনপদগুলিও এর অর্ন্তভুক্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈথেল ও তাহার উপনগর সকল, এবং পূর্ব্বদিকে নারণ ও পশ্চিমদিকে গেষর ও তাহার উপনগর সকল; আর শিখিম ও তাহার উপনগর সকল, ঘসা ও তাহার উপনগর সকল পর্য্যন্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 ইফ্রয়িমের উত্তরপুরুষরা বৈথেল ও তার আশেপাশের গ্রামগুলোয়, পূর্বদিকে নারণ, পশ্চিমে গেষর ও তার চারপাশের শহরে, শিখিম এবং এর আশেপাশের গ্রামগুলিতে আয়া এবং এর গ্রামগুলির অঞ্চলে পর্যন্ত বাস করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 বৈথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল ইফ্রয়িমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:28
8 ক্রস রেফারেন্স  

আর ইউসুফের কুলও বেথেলের বিরুদ্ধে যাত্রা করলো; এবং মাবুদ তাদের সহবর্তী ছিলেন।


আর সেই স্থানের নাম বেথেল (আল্লাহ্‌র গৃহ) রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম ছিল লূস।


এভাবে পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে জেরিকো পর্র্যন্ত গিয়ে জর্ডনে গিয়ে পড়লো।


নিজ নিজ গোষ্ঠী অনুসারে আফরাহীম-বংশের লোকদের সীমা এরকম পূর্ব দিকে উচ্চতর বৈৎ-হোরোন পর্র্যন্ত অটারোৎ-অদ্দর তাদের অধিকারের সীমা হল;


পরে সেই সীমা তপূহ থেকে পশ্চিম দিক হয়ে কান্না স্রোতে গেল ও তার সীমান্ত ভাগ সমুদ্রে ছিল। স্ব স্ব গাষ্ঠী অনুসারে আফরাহীম-সন্তানদের বংশের এই অধিকার।


এছাড়া, মানাশা-বংশের লোকদের অধিকারের মধ্যে আফরাহীম-বংশের লোকদের জন্য পৃথক্‌কৃত নানা নগর ও সেগুলোর গ্রাম ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন