১ বংশাবলি 6:54 - কিতাবুল মোকাদ্দস54 আর তাঁদের সীমার মধ্যে শিবিরের সন্নিবেশ অনুসারে এসব তাঁদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারুন-সন্তানদের অধিকার এই, বাস্তবিক তাঁদের জন্য (প্রথম) গুলিবাঁট হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ54 তাদের এলাকারূপে এই স্থানগুলিই তাদের উপনিবেশ গড়ার জন্য চিহ্নিত হল: (সেগুলি হারোণের সেই বংশধরদের জন্যই চিহ্নিত হল, যারা কহাতীয় বংশোদ্ভূত ছিল, কারণ প্রথম ভাগটি তাদের জন্যই ছিল) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 হারোণের বংশধর কোহাৎ গোষ্ঠীর বসবাসের জন্য নিম্নলিখিত অঞ্চল নির্দিষ্ট হয়েছিল। লেবীয়দের জন্য নির্দিষ্ট অঞ্চলের প্রথম অংশ তারা পেয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুঁলিবাট হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 হারোণের উত্তরপুরুষরা তাদের যে জমি দেওয়া হয়েছিল সেখানে তাঁবু খাটিয়ে বসবাস করত। লেবীয়দের যে জমি দেওয়া হয়েছিল তার প্রথম অংশটি পেয়েছিল কহাৎ পরিবারগুলি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 আর তাঁদের সীমার মধ্যে শিবির স্থাপন অনুযায়ী এইসব তাঁদের বাসস্থান; কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হল। অধ্যায় দেখুন |