Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:18 - কিতাবুল মোকাদ্দস

18 আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কোহৎ-এর চার পুত্র: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 কহাতের পুত্রদের নাম ছিল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ আর উষীয়েল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:18
8 ক্রস রেফারেন্স  

কহাতের পুত্র অম্রাম, যিষহ্‌র, হেবরন ও ঊষীয়েল, এই চার জন।


কহাতের সন্তান ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল; কহাতের বয়স এক শত তেত্রিশ বছর হয়েছিল;


আর গের্শোমের সন্তানদের নাম এই: লিব্‌নি ও শিমিয়ি।


মরারির সন্তান মহলি ও মূশি। নিজ নিজ পিতৃকুল অনুসারে এসব লেবীয়দের গোষ্ঠী।


শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়,


তাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমন, তাঁর ভাইদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফ ও তাঁদের জ্ঞাতি মরারিয়দের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করলো।


হে মাবুদ, আমার উদ্ধারের আল্লাহ্‌, আমি দিনে ও রাতে তোমার সম্মুখে কান্নাকাটি করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন