১ বংশাবলি 6:15 - কিতাবুল মোকাদ্দস15 যে সময়ে মাবুদ বখতে-নাসারের হাত দিয়ে এহুদা ও জেরুশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 সদাপ্রভু যখন নেবুখাদনেজারের হাত দিয়ে যিহূদা ও জেরুশালেমকে নির্বাসনে পাঠালেন, তখন এই যোষাদকও নির্বাসিত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যিহুদীয়া ও জেরুশালেমের যে সমস্ত অধিবাসীকে প্রভু নির্বাসিত করেছিলেন, রাজা নেবুকাডনেজার যিহোসাদোককে তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 যে সময়ে সদাপ্রভু নবূখদ্নিৎসরের হস্ত দ্বারা যিহূদা ও যিরূশালেমের লোকদিগকে লইয়া গেলেন, তৎকালে এই যিহোষাদকও গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 প্রভু যখন যিহূদা আর জেরুশালেমের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, যিহোষাদকও তখন বাসভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। প্রভু নবূখদ্নিৎসরকে দিয়ে এই সময় যিহূদা আর জেরুশালেমের সমস্ত লোকদের বন্দী করিয়ে ভিন দেশে পাঠিয়ে ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 সদাপ্রভু যে দিন নবূখদ্নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই দিনের এই যিহোষাদকও গেলেন। অধ্যায় দেখুন |