Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:1 - কিতাবুল মোকাদ্দস

1 লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 লেবীর তিন পুত্র: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:1
10 ক্রস রেফারেন্স  

খান্দাননামা অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বছর হয়েছিল।


লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।


আর দাউদ তাদেরকে গের্শোন, কহাৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা দলে বিভক্ত করলেন।


নিজ নিজ গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এসব লোককে গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।


গের্শোমের (সন্তান); তাঁর পুত্র লিব্‌নি,


লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।


লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।


কহাতের সন্তান, অম্রাম, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।


আর সিনাই মরুভূমিতে মাবুদ মূসাকে বললেন,


আমাদের উপরে আমাদের আল্লাহ্‌র মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইসরাইলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রাচীন, আর শেরেবিয় এবং তার পুত্র ও ভাইয়েরা আঠার জনকে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন