Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:20 - কিতাবুল মোকাদ্দস

20 আর শীমোনের সন্তান— অম্নোন, রিন্ন, বিন্‌-হানন, তীলোন। আর যিশীর সন্তান সোহেৎ ও বিন্‌-সোহেৎ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 শীমোনের ছেলেরা: অম্নোন, রিন্ন, বিন-হানন ও তীলোন। যিশীর বংশধরেরা: সোহেৎ ও বিন-সোহেৎ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 শিমোনের চারটি পুত্র: অমনোন, রিন্‌নাহ্, বেনহানন এবং তিলোন। যিশির দুটি পুত্র: সোহেত ও বেনসোহেত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর শীমোনের সন্তান—অম্নোন, রিণ্ণ, বিন্‌-হানন, তীলোন। আর যিশীর সন্তান সোহেৎ ও বিন্‌-সোহেৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 শীমোনের পুত্রদের নাম ছিল অম্নোন, রিণ্ন, বিন্-হানন আর তীলোন। যিশীর দুই পুত্রের নাম সোহেত্‌ আর বিন্-সোহেৎ‌।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 শীমোনের ছেলেরা হল অম্মোন, রিন্ন, বিন্‌ হানন ও তীলোন। যিশীর ছেলেরা হল সোহেৎ ও বিন্‌ সোহেৎ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:20
3 ক্রস রেফারেন্স  

অপ্পয়িমের পুত্র যিশী ও যিশীর পুত্র শেশন ও শেশনের পুত্র অহলয়।


নহমের বোন হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাতীয় ইষ্টিমোয়।


এহুদার পুত্র শেলার সন্তান— লেকার পিতা এর ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনার কাপড় বুনত, তাদের সকল গোষ্ঠী,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন