Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 28:17 - কিতাবুল মোকাদ্দস

17 এবং তিন কাঁটাযুক্ত শূল, বাটি ও জগগুলোর জন্য খাঁটি সোনা; এবং সোনার কটোরাগুলোর মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত সোনা; এবং রূপার কটোরাগুলোর মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রূপা;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 কাঁটাচামচগুলির, যেসব বাটি দিয়ে জল ছিটানো হয়, সেগুলির ও ঘটিগুলির জন্য নিরূপিত খাঁটি সোনার ওজন; সোনার প্রত্যেকটি থালার জন্য নিরূপিত সোনার ওজন; রুপোর প্রত্যেকটি থালার জন্য নিরূপিত রুপোর ওজন;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 কাঁটা চামচ, গামলা, জার তৈরী করার জন্য কতখানি খাঁটি সোনা এবং থালা তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো লাগবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 এবং ত্রিকন্টক শূল, বাটি ও স্রুব সকলের জন্য নির্ম্মল স্বর্ণ; এবং স্বর্ণময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত স্বর্ণ; এবং রৌপ্যময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রৌপ্য;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 কাঁটাচামচ ও বাসনপত্রের ও কলসের জন্য কি পরিমাণ খাঁটি সোনা দরকার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 মাংস তুলবার কাঁটা, উৎসর্গের রক্ত রাখবার বাটি ও কলসী আর ধূপ বেদির জন্য কতটা খাঁটি সোনা লাগবে এবং প্রত্যেকটি সোনা ও রূপার পাত্রের জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 28:17
8 ক্রস রেফারেন্স  

বাদশাহ্‌ সোলায়মানের সমস্ত পানপাত্র সোনার ছিল ও লেবানন অরণ্যস্থ বাড়ির যাবতীয় পাত্র খাঁটি সোনার ছিল; রূপার কিছুই ছিল না; সোলায়মানের অধিকারে তা কিছুরই মধ্যে গণ্য ছিল না।


আর তার ভস্ম নেবার জন্য হাঁড়ি প্রস্তুত করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরি করবে; তার সমস্ত পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরি করবে।


এবং দর্শন-রুটির টেবিলগুলোর মধ্যে প্রত্যেক টেবিলের জন্য পরিমিত সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য রূপা;


এবং ধূপগাহের জন্য পরিমিত খাঁটি সোনা; এবং বাহনের অর্থাৎ যে কারুবীদ্বয় পাখা মেলে মাবুদের শরীয়ত-সিন্দুক আচ্ছাদন করেছিল, তাদের নক্‌শার জন্য সোনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন