১ বংশাবলি 27:24 - কিতাবুল মোকাদ্দস24 সরূয়ার পুত্র যোয়াব গণনা করতে আরম্ভ করেছিলেন, কিন্তু সমাপ্ত করেন নি; আর গণনার দরুন ইসরাইলের উপরে গজব পড়েছিল; এবং তাদের সংখ্যা দাউদ বাদশাহ্র ইতিহাস-পুস্তকে লেখা হল না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 সরূয়ার ছেলে যোয়াব জনগণনা করতে শুরু করলেন কিন্তু তা শেষ করেননি। এই জনগণনার কারণে ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, এবং সেই সংখ্যাটি রাজা দাউদের ইতিহাস-গ্রন্থে নথিভুক্ত হয়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যোয়াব (যাঁর জননী সরূয়া) আদম সুমারীর কাজ শুরু করেন কিন্তু শেষ করেন নি। এই আদম সুমারীর জন্য ঈশ্বর ইসরায়েলকে শাস্তি দিয়েছিলেন। সেইজন্য রাজা দাউদের সরকারি নথিপত্রে ইসরায়েলীদের মোট সংখ্যার হিসাব লিপিবদ্ধ হয় নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সরূয়ার পুত্র যোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই; আর গণনা প্রযুক্ত ইস্রায়েলের উপরে কোপ পড়িয়াছিল; এবং তাহাদের সংখ্যা দায়ূদ রাজার ইতিহাস-পুস্তকে লিখিত হইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সরূয়ার পুত্র যোয়াবকে দিয়ে তাদের জনসংখ্যা গণনার কাজ শুরু করেছিলেন, কিন্তু তাও শেষ হয়নি। এর ফলে ঈশ্বর লোকদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন; যে কারণে রাজা দায়ূদের ইতিহাস গ্রন্থে ইস্রায়েলের কোন জনসংখ্যার উল্লেখ করা হয় নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি। অধ্যায় দেখুন |