Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 27:17 - কিতাবুল মোকাদ্দস

17 লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়; হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 লেবির বংশে: কমূয়েলের পুত্র হশবিয়, হারোণ বংশে: সাদোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 লেবি গোষ্ঠীর নেতা কমূয়েলের ছেলে হশবিয়, হারোণের বংশের নেতা সাদোক,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 27:17
8 ক্রস রেফারেন্স  

হেবরনীয়দের মধ্যে হশবিয় ও তার ভাইয়েরা এক হাজার সাত শত বীরপুরুষ মাবুদের সকল কাজে ও বাদশাহ্‌র সেবাকর্মে জর্ডানের এপারে পশ্চিম দিকে ইসরাইলে নিযুক্ত হল।


তাদের ভাই হারুন-সন্তানদের মত এরাও দাউদ বাদশাহ্‌র, সাদোকের ও অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করলো, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তার ছোট ভাই একইভাবে গুঁলিবাট করলো।


তাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানদের চেয়ে ইলিয়াসরের সন্তানদের মধ্যে প্রধান লোক অনেক; আর তাদেরকে এরকম ভাগ করা হল; ইলিয়াসরের সন্তানদের মধ্যে ষোল জন পিতৃকুলপতি ও ঈথামের সন্তানদের মধ্যে আট জন পিতৃকুলপতি হল।


ইসরাইলের বংশের অধ্যক্ষরা। রূবেণীয়দের কুলে নেতা সিখ্রির পুত্র ইলীয়েষর শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;


হারুনের কুলে সাদোক; এহুদার কুলে দাউদের ভাইদের মধ্যে ইলীহূ; ইষাখরের কুলে মিকাইলের পুত্র অম্রি;


ইনি যিষহরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইসরাইলের পুত্র।


আর তালুতের জ্ঞাতি বিন্‌ইয়ামীন-বংশের লোকদের মধ্যে তিন হাজার লোক; কারণ সেই সময় পর্যন্ত তাদের অধিকাংশ লোক তালুতের কুলের বশ্যতা স্বীকার করতো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন