Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 27:16 - কিতাবুল মোকাদ্দস

16 ইসরাইলের বংশের অধ্যক্ষরা। রূবেণীয়দের কুলে নেতা সিখ্রির পুত্র ইলীয়েষর শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন: রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর; শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16-22 ইসরায়েলী গোষ্ঠীবর্গের প্রশাসকদের নামের তালিকা নাচে দেওয়া হল। গোষ্ঠী প্রশাসন রূবেণ জিখ্রির পুত্র ইলিয়েসর শিমিয়োন মাখার পুত্র সেফাতিয় লেবী কেমুয়েলের পুত্র হসরিয় হারোণ সাদোক যিহুদা রাজা দাউদের এক ভাই ইলিহু ইষাখর মিখায়েলের পুত্র ওম্রি সবুলুন ওবদিয়ের পুত্র ইশ্‌মিয় নপ্তালি অসরিয়েলের পুত্র জেরিমোৎ ইফ্রয়িম অসসিয়র পুত্র হোশেয় পশ্চিম মনঃশি পেদাদিয়র পুত্র যোয়েলপূর্ব মনঃশি সখরিয়র পুত্র ইদ্দো বিন্যামীন যাসিয়েলের পুত্র অবনের দান যিরোহামের পুত্র অসারেল

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 ইস্রায়েলের বংশাধ্যক্ষগণ। রূবেণীয়দের কুলে অধ্যক্ষ সিখ্রির পুত্র ইলীয়েষর; শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ইস্রায়েলের বিভিন্ন পরিবারগোষ্ঠীর নেতারা ছিলেন: রূবেণের বংশে: সিখ্রির পুত্র ইলীয়েষর, শিমিয়োন বংশে: মাখার পুত্র শফটিয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতাদের তালিকা এই: রূবেণীয়দের নেতা সিখ্রির ছেলে ইলীয়েষর, শিমিয়োনীয়দের নেতা মাখার ছেলে শফটিয়,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 27:16
10 ক্রস রেফারেন্স  

আর রূমা নামে তাঁর উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা এদের প্রসব করলো।


ইসরাইলীয় যে পুরুষ ঐ মাদিয়ানীয়া স্ত্রীর সঙ্গে নিহত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োন গোষ্ঠীর এক জন কুলপতি ছিল।


বারো মাসের জন্য বারো জন সেনাপতি অৎনীয়েল-কুলজাত নটোফাতীয় হিল্‌দয়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।


লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়;


সেই দেশে ইসরাইলের অবস্থিতিকালে রূবেণ গিয়ে তাঁর পিতার উপপত্নী বিল্‌হার সঙ্গে শয়ন করলো এবং ইসরাইল তা শুনতে পেলেন।


ইয়াকুবের বারো জন পুত্র। লেয়ার সন্তান; ইয়াকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ এবং শিমিয়োন, লেবি, এহুদা, ইষাখর ও সবূলূন।


ইসরাইলের পুত্ররা, যাঁরা সপরিবারে ইয়াকুবের সঙ্গে মিসর দেশে গিয়েছিলেন, তাঁদের নাম হচ্ছে—


আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে তাদের নাম এই— রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।


এরা মণ্ডলীর বেছে নেওয়া লোক, নিজ নিজ পিতৃবংশের নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের প্রধান।


পরে দাউদ ইসরাইলের সমস্ত কর্মকর্তা অর্থাৎ বংশের কর্মকর্তাদেরকে, পালানুক্রমে বাদশাহ্‌র পরিচর্যাকারী দলের কর্মচারীদেরকে, সহস্রপতি ও শতপতিদেরকে এবং বাদশাহ্‌র ও রাজপুত্রদের সমস্ত সম্পত্তি ও পশুপালের ধনাধক্ষ্য ও রাজপ্রাসাদের কর্মকর্তাদেরকে এবং বীরদেরকে, এমন কি, সমস্ত বলবান বীরকে জেরুশালেমে একত্র করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন