Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 26:6 - কিতাবুল মোকাদ্দস

6 তার পুত্র শময়িয়েরও কতগুলো পুত্র জন্মগ্রহণ করলো, তারা তাদের পিতৃকুলে কর্তৃত্ব করলো, কারণ তারা বলবান বীর ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও এমন কয়েকটি ছেলে ছিল, যারা তাদের পিতৃকুলে নেতা হলেন, যেহেতু তারা ছিলেন যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পুরুষ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6-7 ওবেদ-ইদোমের জ্যেষ্ঠ পুত্র শিমেয়াহ্-এর ছয় পুত্র। ওথনি, রাফায়েল, ওবেদ, ইলষাবাদ, ইলিহু এবং শিমাখিয়। নিজেদের যোগ্যতার গুণে এঁরা গোষ্ঠীর মধ্যে বিশিষ্ট ব্যক্তিরূপে গণ্য হয়েছিলেন। শেষের দুজন বিশেষ প্রতিভাসম্পন্ন ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহার পুত্র শময়িয়েরও কতকগুলি পুত্র জন্মিল, তাহারা আপনাদের পিতৃকুলে কর্ত্তৃত্ব করিল, কারণ তাহারা বলবান বীর ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তাঁর পুত্র শময়িয়র পুত্ররাও ছিলেন বীরযোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ওবেদ ইদোমের ছেলে শময়িয়েরও কয়েকজন ছেলে ছিল; তাঁরা প্রত্যেকে তাঁদের বংশের নেতা ছিলেন, কারণ তাঁরা ছিলেন বীর যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 26:6
10 ক্রস রেফারেন্স  

তুমি মসীহ্‌ ঈসার উত্তম যোদ্ধার মত আমার সঙ্গে দুঃখভোগ স্বীকার কর।


ঈমানের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; যে অনন্ত জীবনের জন্য তুমি আহ্বান পেয়েছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম স্বীকারোক্তি উচ্চারণ করেছ, সেই অনন্ত জীবন ধরে রাখ।


আর তাদের ভাইয়েরা এক শত আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল, সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র;


তাতে অসরিয় ইমাম ও তাঁর সঙ্গে মাবুদের আশি জন সাহসী ইমাম তাঁর পিছনে প্রবেশ করলেন।


এরা সকলে ওবেদ-ইদোমের সন্তান, এরা, এদের পুত্ররা ও ভাইয়েরা সেবাকর্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল।


আর বীর্যবান যুবক সাদোক ও তাঁর পিতৃকুলের বাইশ জন সেনাপতি।


অতএব এখন তোমাদের হাত সবল হোক ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের মালিক তালুত ইন্তেকাল করেছেন, আর এহুদার কুল তাদের নিজেদের উপরে আমাকে বাদশাহ্‌র পদে অভিষিক্ত করেছে।


তখন মাবুদের ফেরেশতা তাঁকে দর্শন দিয়ে বললেন, হে বলবান বীর, মাবুদ তোমার সহবর্তী।


ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর, অষ্টম পিয়ূল্লতয়; কেননা আল্লাহ্‌ তাকে দোয়া করেছিলেন।


শময়িয়ের পুত্র অৎনি, রফায়েল, ওবেদ, ইল্‌সাবদ এবং ইলীহূ ও সমথিয় নামে তারা ভাইয়েরা বীরপুরুষ ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন