Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 26:24 - কিতাবুল মোকাদ্দস

24 মূসার পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 মোশির পুত্র গের্শোমের গোষ্ঠীভুক্ত শবুয়েল ছিলেন মন্দিরের প্রধান কোষাধ্যক্ষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 ও উষীয়েলীয়দের মধ্যে মোশির পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 প্রভুর মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র যারা দেখাশোনা করত, গের্শোনের পুত্র মোশির পৌত্র শবূয়েল তাঁদের নেতা ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 শবূয়েল নামে মোশির ছেলে গের্শোমের একজন বংশধর প্রধান ধনরক্ষক ছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 26:24
6 ক্রস রেফারেন্স  

লেবির অবশিষ্ট সন্তানদের কথা। ইমরানের সন্তানদের মধ্যে শবূয়েল, শবূয়েলের সন্তানদের মধ্যে যেহদিয়।


লেবীয়দের কথা। অহিয় মাবুদের গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তুগুলোর কোষাধ্যক্ষ ছিলেন।


অম্রামীয়, যিষ্‌হরীয় হেবরনীয় ও ঊষীয়েলীয়দের মধ্যে


আর তাঁর ভাইয়েরা; ইলীয়ষেরের পুত্র রহবিয়, তার পুত্র যিশায়াহ, তাঁর পুত্র যোরাম, তাঁর পুত্র সিখ্রি, তাঁর পুত্র শলোমোৎ।


আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহুসংখ্যক হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন