Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:3 - কিতাবুল মোকাদ্দস

3 আর দাউদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক ইমামদেরকে সেবাকর্ম সম্পর্কিত যার যার শ্রেণীতে বিভক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 ইলিয়াসরের এক বংশধর সাদোকের ও ঈথামরের এক বংশধর অহীমেলকের সাহায্য নিয়ে দাউদ যাজকদের নিরূপিত পরিচর্যার ক্রমানুসারে তাদের কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দাউদ হারোণ বংশীয় পুরোহিতদের কাজের ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করে দেন। এই কাজে ইলিয়াসরের বংশধর সাদোক এবং ইথামরের বংশধর অহিমেলক তাঁকে সাহায্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ইলিয়াসর এবং ঈথামরের পরিবারগোষ্ঠীকে দায়ূদ দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ করেছিলেন যাতে তাঁরা তাঁদের দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন। দুই পরিবারকে পৃথক করার সময় দায়ূদ ইলিয়াসরের উত্তরপুরুষ সাদোক এবং ঈথামরের উত্তরপুরুষ অহীমেলকের সাহায্য নিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সাদোক নামে ইলীয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ যাজকদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:3
15 ক্রস রেফারেন্স  

আর অহীটূবের পুত্র সাদোক ও অবীয়াথরের পুত্র অহীমেলক ইমাম ছিলেন; এবং সরায় লেখক ছিলেন;


তাদের ভাই হারুন-সন্তানদের মত এরাও দাউদ বাদশাহ্‌র, সাদোকের ও অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করলো, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তার ছোট ভাই একইভাবে গুঁলিবাট করলো।


আর বাদশাহ্‌র, নেতাদের, সাদোক ইমামের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শমরিয় লেখক তাদের নাম লিখলেন; বস্তুত ইলিয়াসরের জন্য একটি ও ঈথামরের জন্য একটি পিতৃকুল বেছে নেওয়া হল।


আর তিনি সাদোক ইমামকে ও তাঁর ইমাম ভাইদেরকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখে রাখলেন,


পরে দাউদ সাদোক ও অবিয়াথর, এই দুই ইমামকে এবং লেবীয়দেরকে, অর্থাৎ ঊরীয়েলকে, অসায়কে, যোয়েলকে, শমরিয়কে, ইলীয়েলকে ও অম্মীনাদবকে ডেকে তাঁদের বললেন,


আর বাদশাহ্‌ তাঁর পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করলেন এবং বাদশাহ্‌ অবিয়াথরের পদ ইমাম সাদোককে দিলেন।


আর শবা লেখক ছিলেন; এবং সাদোক ও অবিয়াথর ইমাম ছিলেন;


পরে দাউদ নোবে অহীমেলক ইমামের কাছে উপস্থিত হলেন; আর অহীমেলক কাঁপতে কাঁপতে এসে দাউদের সঙ্গে সাক্ষাৎ করলেন ও তাঁকে বললেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?


তাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানদের চেয়ে ইলিয়াসরের সন্তানদের মধ্যে প্রধান লোক অনেক; আর তাদেরকে এরকম ভাগ করা হল; ইলিয়াসরের সন্তানদের মধ্যে ষোল জন পিতৃকুলপতি ও ঈথামের সন্তানদের মধ্যে আট জন পিতৃকুলপতি হল।


আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র আবিমালেক ইমাম ছিলেন এবং শব্‌শ লেখক ছিলেন।


আর তিনি তাঁর পিতা দাউদের নিরূপণানুসারে ইমামদের সেবাকর্মের জন্য তাদের পালা নির্ধারণ করলেন। তিনি প্রতিদিনের বিধান অনুসারে প্রশংসা ও ইমামদের সম্মুখে পরিচর্যা করতে লেবীয়দেরকে নিজ নিজ কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রতিদ্বারে দ্বারপালদেরকেও নিযুক্ত করলেন; কেননা আল্লাহ্‌র লোক দাউদ সেরকম হুকুম করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন