Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:24 - কিতাবুল মোকাদ্দস

24 উষীয়েলের পুত্র মিকাহ্‌; মিকাহ্‌র পুত্রদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 উষীয়েলের ছেলেরা: মীখা; মীখার ছেলেদের মধ্যে থেকে: শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 উষিয়েলের বংশধর মীখা গোষ্ঠীর নেতা শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 উষীয়েলের পুত্রদের মধ্যে মীখা আর তার পুত্র শামীর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 ঊষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:24
7 ক্রস রেফারেন্স  

উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্‌ ও দ্বিতীয় যিশিয়।


আর হেবরনের পুত্র যিরিয় প্রধান, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।


মিকাহ্‌র ভাই যিশিয়; যিশিয়ের পুত্রদের মধ্যে জাকারিয়া।


আর দেখ, আল্লাহ্‌র এবাদতখানা সম্পর্কিত সমস্ত সেবাকর্মের জন্য ইমাম ও লেবীয়দের পালা আছে এবং সমস্ত কাজের জন্য সুনিপুণ ও ইচ্ছুক লোকেরাও সমস্ত কাজে তোমার সহবর্তী হবে; আর নেতৃবর্গ ও সমস্ত লোক তোমার সমস্ত হুকুম মানবে।


পরে ইমাম যিহোয়াদা যা যা হুকুম করলেন, লেবীয়েরা ও সমস্ত এহুদা সেই অনুসারে সবই করলো; ফলত তারা প্রত্যেকে যার যার লোকদের, যারা বিশ্রামবারে ভিতরে যায় বা বিশ্রামবারে বাইরে আসে, তাদেরকে নিল, কেননা ইমাম যিহোয়াদা পালাগুলো বিদায় করেন নি।


আর হিষ্কিয় পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানীদান, পরিচর্যা এবং মাবুদের শিবিরের দ্বারগুলোতে প্রশংসা-গজল ও শুকরিয়া করতে ইমামদের ও লেবীয়দেরকে পালার অনুক্রমে, প্রত্যেককে যার যার সেবাকর্ম অনুসারে, নিযুক্ত করলেন।


আর জেরুশালেমে আল্লাহ্‌র সেবাকর্মের জন্য ইমামদেরকে তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল— যেমন মূসার কিতাবে লেখা আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন