Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:23 - কিতাবুল মোকাদ্দস

23 আর হেবরনের পুত্র যিরিয় প্রধান, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 হিব্রোণের ছেলেরা: প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল ও চতুর্থজন যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 হিব্রোণের পুত্র যিরিয়, অসরিয়, যহসিয়েল, যিকসিয়াম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর [হিব্রোণের] পুত্র যিরিয় [প্রধান], দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 হিব্রোণের পুত্রদের মধ্যে যথাক্রমে যিরিয়, অমরিয়, যহসীয়েল এবং যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:23
5 ক্রস রেফারেন্স  

হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।


হেবরনীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হেবরনীয়দের মধ্যে প্রধান ছিল; দাউদের রাজত্বের চল্লিশ বছরে অনুসন্ধান করা গেলে তাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।


এবং গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি ত্রিশজনের মধ্যে এক জন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিল; আর ইয়ারমিয়া, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ,


যিষহরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।


উষীয়েলের পুত্র মিকাহ্‌; মিকাহ্‌র পুত্রদের মধ্যে শামীর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন