১ বংশাবলি 23:23 - কিতাবুল মোকাদ্দস23 মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুন |
আর তিনি তাঁর পিতা দাউদের নিরূপণানুসারে ইমামদের সেবাকর্মের জন্য তাদের পালা নির্ধারণ করলেন। তিনি প্রতিদিনের বিধান অনুসারে প্রশংসা ও ইমামদের সম্মুখে পরিচর্যা করতে লেবীয়দেরকে নিজ নিজ কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রতিদ্বারে দ্বারপালদেরকেও নিযুক্ত করলেন; কেননা আল্লাহ্র লোক দাউদ সেরকম হুকুম করেছিলেন।