১ বংশাবলি 20:4 - কিতাবুল মোকাদ্দস4 এর পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল; তখন হ্শাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে হত্যা করলো; তাতে তারা নত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 কালক্রমে, গেষরে ফিলিস্তিনীদের সাথে যুদ্ধ বেধে গেল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশধরদের মধ্যে সিপ্পয় বলে একজনকে হত্যা করল, এবং ফিলিস্তিনীরা যুদ্ধে পরাজিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এর কিছুদিন পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে আবার যুদ্ধ বাধল। এই সময় হুশাহ্ নিবাসী সিব্বেখয় ফিলিস্তিনী বিরাটাকায় যোদ্ধা সিপ্পয়কে বধ করেন এবং ফিলিস্তিনীরা যুদ্ধে হেরে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে বধ করিল, আর তাহারা নত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 পরবর্তী কালে, পলেষ্টীয়দের সঙ্গে গেষর শহরে ইস্রায়েলীয়দের যুদ্ধ হয়। সে সময়ে, হূশার সিব্বখয় সিপ্পয় নামে এক দানব সন্তানকে হত্যা করল। তাই পলেষ্টীয়রা ইস্রায়েলের কাছে নিজেদের সমর্পণ করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 পরে গেষরে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল। সেই দিন হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে এক জনকে মেরে ফেলল, আর এতে পলেষ্টীয়েরা হেরে গেল। অধ্যায় দেখুন |