১ বংশাবলি 2:51 - কিতাবুল মোকাদ্দস51 বেথেলহেমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ51 বেথলেহেমের বাবা শল্ম, এবং বেথ-গাদের বাবা হারেফ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 তাঁর দ্বিতীয় পুত্র সল্ম বেথলেহেম নগর পত্তন করেন। তৃতীয় পুত্র হারেফ বেথ-গাজার নগর পত্তন কেরন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল; বৈৎলেহমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হাফের। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 বৈৎলেহমের বাবা শল্ম, বৈৎ-গাদের বাবা হারেফ। অধ্যায় দেখুন |
বাদশাহ্ হেরোদের সময়ে এহুদিয়ার বেথেলহেমে ঈসার জন্ম হলে পর, দেখ, পূর্ব দেশ থেকে কয়েক জন পণ্ডিত জেরুশালেমে এসে বললেন, পরে হেরোদ যখন দেখলেন যে, তিনি পণ্ডিতদের দ্বারা প্রতারিত হয়েছেন, তখন মহা ক্রুদ্ধ হলেন এবং সেই পণ্ডিতদের কাছে বিশেষ করে যে সময় জেনে নিয়েছিলেন, সেই অনুসারে দু’বছর ও তার অল্প বয়সের যত বালক বেথেলহেম ও তার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠিয়ে তাদের সকলকে হত্যা করালেন।