১ বংশাবলি 2:49 - কিতাবুল মোকাদ্দস49 আরও সে মদ্মন্নার পিতা শাফ এবং মক্বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করলো; আর কালুতের কন্যার নাম অক্ষা। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ49 এছাড়াও তিনি মদ্মন্নার বাবা শাফ এবং মক্বেনার ও গিবিয়ার বাবা শিবাকে জন্ম দিলেন। কালেবের মেয়ের নাম অক্ষা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 পরে আরও দুটি পুত্র হয়। একটি পুত্রের নাম শফি। শফি মদমন্নাহ্ নামে একটি জনপদের প্রতিষ্ঠাতা। অন্য পুত্র শেবাহ্ মক্বেনাহ্ ও গিবিয়া নগর প্রতিষ্ঠা করেন। এঁরা ছাড়াও কালেবের অক্সা নামে একটি কন্যা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 আরও সে মদ্মন্নার পিতা শাফকে এবং মক্বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল; আর কালেবের কন্যার নাম অক্ষা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 এছাড়াও মাখার শাফ ও শিবা নামে দুই পুত্র ছিল। শাফের পুত্রের নাম মদ্মন্না আর শিবার পুত্রদের নাম ছিল মক্বেনার ও গিবিয়া। কালেবের কন্যার নাম ছিল অক্ষা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 আরও সে মদ্মন্নার বাবা শাফকে এবং মক্বেনার ও গিবিয়ার বাবা শিবার জন্ম দিল; আর কালেবের মেয়ের নাম ছিল অক্ষা। এরা ছিল কালেবের বংশধর। অধ্যায় দেখুন |