Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 18:3 - কিতাবুল মোকাদ্দস

3 আর যে সময়ে সোবার বাদশাহ্‌ হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব স্থাপন করতে যান, সেই সময়ে দাউদ হমাতে তাঁকে আঘাত করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 এছাড়াও, সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর মিনারটি খাড়া করতে গেলেন, তখন হমাৎ অঞ্চলে দাউদ তাঁকেও পরাজিত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এবার রাজা দাউদ আক্রমণ করলেন হমাতের কাছে অবস্থিত সোবার রাজা হদদেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। হদ্‌দেষর পরাজিত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সোবার রাজা হদরেষরের সেনাবাহিনীর সঙ্গেও দায়ূদ যুদ্ধ করেন। হদরেষর ফরাৎ নদী পর্যন্ত তাঁর রাজত্ব বিস্তারের চেষ্টা করেছিলেন, কিন্তু দায়ূদ তাঁর সেনাবাহিনীকে হমাত পর্যন্ত পিছু হঠতে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 18:3
11 ক্রস রেফারেন্স  

হে আল্লাহ্‌, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ, আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ; ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।


আর যে সময়ে সোবার বাদশাহ্‌ রহোবের পুত্র হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব পুনরায় স্থাপন করতে যান, সেই সময় দাউদ তাকে পুনরায় আক্রমণ করেন।


অম্মোনীয়রা যখন দেখতে পেল যে, তারা দাউদের কাছে ঘৃণার পাত্র হয়েছে, তখন অম্মোনীয়রা লোক পাঠিয়ে বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ হাজার পদাতিক, এক হাজার লোকসুদ্ধ মাখার বাদশাহ্‌ এবং টোবের বারো হাজার লোককে বেতন দিয়ে আনাল।


ইসরাইলের উপর রাজত্ব গ্রহণ করার পর তালুত সকল দিকে সমস্ত দুশমনের সঙ্গে, অর্থাৎ মোয়াবীয়, অম্মোনীয়, ইদোমীয়, সোবার বাদশাহ্‌দের ও ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনি যে কোন দিকে ফিরতেন, সকলের সর্বনাশ ঘটাতেন।


আর লোহিত সাগর হতে ফিলিস্তিনীদের সমুদ্র পর্যন্ত এবং মরুভূমি হতে ফোরাত নদী পর্যন্ত তোমার সীমা নিরূপণ করবো; কেননা আমি সেই দেশবাসীদেরকে তোমার হাতে তুলে দেব এবং তুমি তোমার সম্মুখ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে।


সেদিন মাবুদ ইব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, আমি মিসরের নদী থেকে মহানদী ফোরাত পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;


আর তিনি মোয়াবকে আঘাত করলেন; তাতে মোয়াবীয়েরা দাউদের গোলাম হয়ে উপঢৌকন আনলো।


দাউদ তাঁর কাছ থেকে এক হাজার রথ, সাত হাজার ঘোড়সওয়ার ও বিশ হাজার পদাতিক সৈন্য অধিকার করলেন; আর দাউদ তাঁর রথের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দিলেন, কিন্তু তার মধ্যে এক শত রথের ঘোড়া রাখলেন।


আর জেরুশালেমে পরাক্রমশালী রাজারাও ছিলেন, তাঁরা নদীর পারের সকলের উপরে রাজত্ব করতেন এবং তাঁদেরকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হত।


পরে সোলায়মান হমাৎ-সোবাতে গিয়ে তা বশীভূত করলেন।


তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ; দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন