Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 18:14 - কিতাবুল মোকাদ্দস

14 দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করলেন, তিনি তাঁর সমস্ত লোকের জন্য ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন-শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; তিনি আপনার সমস্ত প্রজার জন্য বিচার ও ন্যায় সাধন করিতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 সমস্ত ইস্রায়েলের শাসক দায়ূদ তাঁর সমস্ত প্রজাদের প্রতি ন্যায় ও সমবিচার নিয়ে ইস্রায়েল শাসন করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 18:14
13 ক্রস রেফারেন্স  

সেই সকল দিনে ও সেই সময়ে আমি দাউদের বংশে ধার্মিকতার এক তরুশাখাকে উৎপন্ন করবো; তিনি দেশে ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করবেন।


ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল; অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।


এরস গাছ নিয়ে প্রতিযোগিতা করছো বলেই কি তুমি বাদশাহ্‌ থাকবে? তোমার পিতা কি ভোজন পান করতো না, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কি করতো না? এর জন্যই তার মঙ্গল হল।


দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন থেকে অনন্তকাল পর্যন্ত। বাহিনীগণের মাবুদের গভীর আগ্রহ তা সম্পন্ন করবে।


যুদ্ধে ও সৈন্য রচনায় নিপুণ এসব লোক দাউদকে সমস্ত ইসরাইলের বাদশাহ্‌ করার জন্য একাগ্রচিত্তে হেবরনে এল এবং ইসরাইলের অবশিষ্ট সকল লোকও দাউদকে বাদশাহ্‌ করার জন্য একচিত্ত হল।


দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করলেন; দাউদ তাঁর সমস্ত লোকের পক্ষে বিচার ও ন্যায় সাধন করতেন।


পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করলেন এবং সমস্ত ইদোমীয় লোক দাউদের গোলাম হল। আর দাউদ যেসব স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন।


আর সরূয়ার পুত্র যোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাস লেখক ছিলেন।


ইয়াসিরের পুত্র দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করেছিলেন।


হে আল্লাহ্‌, তুমি বাদশাহ্‌কে তোমার শাসন, রাজপুত্রকে তোমার ধর্মশীলতা প্রদান কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন