১ বংশাবলি 17:23 - কিতাবুল মোকাদ্দস23 এখন হে মাবুদ, তুমি তোমার গোলাম ও তার কুলের বিষয়ে যে কালাম বলেছ, তা চিরকালের জন্য স্থিরীকৃত হোক; যেমন বলেছ, সেই অনুসারে কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 “আর এখন, হে সদাপ্রভু, তোমার দাসের ও তার কুলের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করলে, তা যেন চিরতরে প্রতিষ্ঠিত হয়। তোমার প্রতিজ্ঞানুসারেই তুমি তা করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস, আমার ও আমার বংশ সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ কর চিরকালের জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 এখন হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থিরীকৃত হউক; যেমন বলিয়াছ, তদনুসারে কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 “হে প্রভু, তুমি আমার ও আমার পরিবারের কাছে যে প্রতিজ্ঞা করলে তা যেন চির দিন তোমার স্মরণে থাকে। তুমি যা বললে তাই যেন ঘটে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর। অধ্যায় দেখুন |