১ বংশাবলি 17:16 - কিতাবুল মোকাদ্দস16 তখন বাদশাহ্ দাউদ ভিতরে গিয়ে মাবুদের সম্মুখে বসলেন, আর বললেন, হে মাবুদ আল্লাহ্, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এই পর্যন্ত এনেছ? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 পরে রাজা দাউদ ভিতরে সদাপ্রভুর সামনে গিয়ে বসেছিলেন, ও বললেন: “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কে, আর আমার পরিবারই বা কী, যে তুমি আমাকে এত দূর নিয়ে এসেছ? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 দাউদ তখন আবাস তাম্বুর ভেতরে গিয়ে প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করলেন, বললেন, হে সর্বাধিপতি পরমেশ্বর। কে আমি? কী এমন আমার বংশ মর্যাদা, যে আমায় তুমি এই পর্যায়ে তুলে এনেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন দায়ূদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন, আর কহিলেন, হে সদাপ্রভু ঈশ্বর, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এ পর্য্যন্ত আনিয়াছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 রাজা দায়ূদ তখন পবিত্র তাঁবুতে গিয়ে প্রভুর সামনে বসে বললেন, “হে প্রভু ঈশ্বর, তুমি কোন অজ্ঞাত কারণে আমার ও আমার পরিবারের প্রতি বরাবর অসীম করুণা করে এসেছো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 এই সব কথা শুনে রাজা দায়ূদ তাঁবুর ভিতরে গেলেন এবং সদাপ্রভুর সামনে বসে বললেন, হে ঈশ্বর সদাপ্রভু, আমিই বা কি, আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ? অধ্যায় দেখুন |