১ বংশাবলি 17:14 - কিতাবুল মোকাদ্দস14 কিন্তু আমার বাড়িতে ও আমার রাজ্যে তাকে চিরকাল স্থির রাখবো এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 আমার ভবনের ও আমার রাজ্যের উপর চিরকালের জন্য আমি তাকে বসাব; তার সিংহাসন চিরস্থায়ী হবে।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমার প্রজাদের নেতৃত্বে আমি তাকে বরণ করব এবং আমার রাজত্ব তাকেই দান করব। তার সিংহাসন হবে চিরস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে তাহাকে চিরকাল স্থির রাখিব, এবং তাহার সিংহাসন চিরস্থায়ী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তাকে চির জীবনের জন্য আমার মন্দির ও রাজত্বের ভার অর্পণ করব। আর তার শাসন চিরস্থায়ী হবে।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আমার ঘরের ও আমার রাজ্যের উপরে আমি তাকে চিরকাল স্থির রাখব এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে’।” অধ্যায় দেখুন |