Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 16:41 - কিতাবুল মোকাদ্দস

41 আর তিনি হেমন ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লেখা হল, তাদেরকে ওদের সঙ্গে রাখলেন, যেন তাঁরা মাবুদের প্রশংসা-গজল করেন, কেননা তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাদের সাথে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 সেখানে তাঁদের সঙ্গে থাকতেন হেমন ও যিদুথুন এবং তাঁদের সঙ্গীরা। ঈশ্বরের অসীম অবিচল প্রেমের কথা স্মরণ করে কৃতজ্ঞতা নিবেদনের স্তবগান করার জন্য তাঁরা বিশেষভাবে মনোনীত হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উহাঁদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, যিদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 16:41
21 ক্রস রেফারেন্স  

সেই তূরীবাদক ও গায়কেরা সকলে একরবে মাবুদের প্রশংসা ও প্রশংসা-গজল করার জন্য এক ব্যক্তির মত উপস্থিত ছিল; এবং যখন তারা তূরী ও করতালাদি বাদ্যের সঙ্গে মহাশব্দ করে “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী,” এই কথা বলে মাবুদের প্রশংসা করলো, সেই সময় গৃহ, মাবুদের গৃহ মেঘে পরিপূর্ণ হল।


তারা মাবুদের প্রশংসা ও প্রশংসা-গজল করে পালানুসারে এই গান করলো; “তিনি মঙ্গলময়, ইসরাইলের প্রতি তাঁর অটল মহব্বত অনন্তকাল স্থায়ী”। আর মাবুদের গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে মাবুদের প্রশংসা করতে করতে সমস্ত লোক উচ্চঃস্বরে জয়ধ্বনি করলো।


আর তিনি লোকদের সঙ্গে পরামর্শ করে লোক নিযুক্ত করলেন, যেন তারা সৈন্যশ্রেণীর অগ্রভাগে গিয়ে মাবুদের উদ্দেশে কাওয়ালী ও পবিত্র শোভায় প্রশংসা করে এবং এই কথা বলে, “মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তাঁর অটল মহব্বত অনন্তকাল স্থায়ী”।


যখন আগুন নামলো এবং মাবুদের মহিমা গৃহের উপরে বিরাজমান হল, তখন বনি-ইসরাইল সকলে তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথরে-বাঁধানো ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করলো এবং মাবুদের প্রশংসা-গজল করে বললো তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।


মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।


সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;


তখন মূসা ও হারুন উল্লিখিত নামের ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন।


আর যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাঁর করুণা তাদের পুরুষপরমপরায় বর্তে।


এই স্থানে পুনর্বার আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর শোনা যাবে; এবং তাদেরও কণ্ঠস্বর শোনা যাবে, যারা বলে, ‘বাহিনীগণের মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী,’ আর যারা মাবুদের গৃহে প্রশংসা-গজলরূপ উপহার আনয়ন করে। কেননা আগেকার দিনের মত আমি এই দেশের বন্দীদশা ফিরাব, মাবুদ এই কথা বলেন।


কিন্তু মাবুদের অটল মহব্বত, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাদের উপরে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে; এবং তাঁর ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্ষিত হয়,


আর দাউদ ও কর্মকর্তারা, যাদেরকে লেবীয়দের সেবা-কর্মের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিশ জনকেও আনলো; সেই সবের নাম লেখা হল।


আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।


আর মানশার অর্ধেক বংশের মধ্যে আঠার হাজার লোক, তারা এসে দাউদকে বাদশাহ্‌ করার জন্য স্ব স্ব নামে নির্দিষ্ট হল।


আমি বললাম, ‘আমি আমার পথে সাবধানে চলবো, যেন জিহ্বা দ্বারা গুনাহ্‌ না করি; যতদিন আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জাল্‌তি বেঁধে রাখব।’


আমি চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো; চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো, তিনি আমার কান্না শুনে জবাব দেবেন।


মাবুদের প্রশংসা হোক! মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।


তোমরা মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


আর ভিতরের দ্বারের বাইরে গায়কদের কুঠরী অন্তঃপ্রাঙ্গণে ছিল, একটি ছিল, উত্তরদ্বারের পাশে, সেটি দক্ষিণমুখী; আর একটি ছিল, পূর্বদ্বারের পাশে, সেটি উত্তরমুখী।


তাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমন, তাঁর ভাইদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফ ও তাঁদের জ্ঞাতি মরারিয়দের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন