১ বংশাবলি 13:5 - কিতাবুল মোকাদ্দস5 পরে কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্র সিন্দুক আনবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত সমস্ত ইসরাইলকে একত্র করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 অতএব দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি আনার জন্য মিশরে অবস্থিত সীহোর নদী থেকে শুরু করে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারী ইস্রায়েলীদের সবাইকে একত্রিত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 দাউদ তখন কিরিয়াৎ-জিয়ারিম থেকে পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনার জন্য দক্ষিণে মিশর সীমান্ত থেকে উত্তরে হমাৎ গিরিপথ পর্যন্ত সারা দেশের ইসরায়েলীদের একত্র করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্য্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 কিরিয়ৎ-যিয়ারীম থেকে সাক্ষ্যসিন্দুক ফিরিয়ে আনার জন্য মিশরে সীহোর নদী থেকে লেবো হমাত শহর পর্যন্ত ইস্রায়েলের সকলকে জড়ো করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 কাজেই কিরিয়ৎ যিয়ারীম থেকে ঈশ্বরের সিন্দুক নিয়ে আসবার জন্য দায়ূদ মিশরের সীহোর নদী থেকে হমাতের সীমা পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের একত্র করলেন। অধ্যায় দেখুন |