১ পিতর 3:16 - কিতাবুল মোকাদ্দস16 যেন যারা তোমাদের মসীহেতে সদাচরণের দুর্নাম করে, তারা তোমাদের অপবাদ করে বলে লজ্জা পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তোমরা বিবেক অমলিন রেখে খ্রীষ্টানুসারী জীবন যাপন কর। তাহলে তোমরা যখন নিন্দিত হবে তখন সদাচরণের জন্য যারা তোমাদের নিন্দা করে তারাই হবে লজ্জিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 সৎসংবেদ রক্ষা কর, যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরীবাদ করণ বিষয়ে লজ্জা পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও, তাহলে যারা তোমাদের খ্রীষ্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 যেন তোমাদের বিবেক সৎ হয়, যেন যারা তোমাদের খ্রীষ্টিয় ভালো জীবনযাপনের দুর্নাম করে, তারা তোমাদের নিন্দা করার বিষয়ে লজ্জা পায়। অধ্যায় দেখুন |