১ থিষলনীকীয় 5:11 - কিতাবুল মোকাদ্দস11 অতএব তোমরা যেমন করেও থাক, তেমনি তোমরা পরস্পরকে উৎসাহ দাও এবং এক জন অন্যকে গেঁথে তোল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সুতরাং তোমরা যেমন করছ তেমনভাবেই পরস্পরকে উৎসাহিত কর, একজন অন্যকে গড়ে উঠতে সাহায্য কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 অতএব যেমন তোমরা করিয়াও থাক, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দেও, এবং এক জন অন্যকে গাঁথিয়া তুল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এইজন্য তোমরা এখন যেমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও এবং একজন অন্যকে গেঁথে তোলো। অধ্যায় দেখুন |